পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদুত । { পূৰ্ব্বমেঘ ] কার্য্যে অবহেলা দোষের কারণ কুবের যক্ষেরে দিলা এই শাপ, “সহিবে, হারায়ে মহিমা ত্মাপন, একবর্ষ প্রিয়া বিরহের তাপ ।” পুণ্যবারি যথা জানকীর স্বানে, স্নিগ্ধ-ছায়াতরু বিরাজে যথায়, “রামগিরি” নাম আশ্রম যেখানে,— সৈ অভাগ যক্ষ রহিল তথায় ॥১১—৮ বল্লভ প্রভৃতি টীকাকারদিগের মতে এই কাব্যবর্ণি ও যক্ষ যক্ষরাজ কুবেরের পুষ্পচয়নকারী ভৃত্য ছিল। একদিন সে নিজ কার্য্যে অবহেলা করায় কুবের তাহাকে নিজ রাজধানী অলকা হইতে এক বৎসরের ৩ পংক্তি । মহিম= দেবযোনিদিগের অমানুষী ক্ষমত। পংক্তি। পুণ্যবারি=জানকী স্নান করায় সে স্থলের নদ নদীর বারি পবিত্র হইয়ছিল। ৬ পংক্তি। ছায়াতরু-নভুেরু বৃক্ষ। ৭ পংক্তি। অশ্রিম= বাসস্থান ; বিশেষতঃ মুনিঋষিদিগের বাসস্থান ।