পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পু স্বমেষ । نيقية , কেতকি-বিকাশি হেরি নবঘনে, উছলি উঠিল শোকের লহর, কত কথা হায় ! ভাবিল সে মনে অন্তর্বাষ্প ভরে হইয়া কাতর ! পাশে প্রিয়তমা,—মেঘ দরশনে আকুল ব্যাকুল তবুও হৃদয়, প্রিয় যার দূরে তার পোড়া মনে t কি অনল জ্বলে, বলিতে কি হয় ? ৩॥১—৮৷ is - ( . তাহার মানসিক অবস্ত। অবর্ণনীয় । এমন সময়, আষাঢ়ের প্রথম দিবসে সে দেথিল, রামগিরির সামুদেশ আলিঙ্গনকরিয়া একখানি কালে৷ নূতন মেঘ উঠিয়ছে। মেঘখানি বাতাসে দুলিতেছে ; বোধ হইতেছে, বেন একটী কালে চাতী পাহাড়ের গায়ে দাত মারিয়া ঠেলাঠেলি করিয়া থেলা করিতেছে। ২। দক্ষ মেঘ দেখিয়া জ্ঞানশূন্ত ইষ্টল। চোখে জল নাই, কিন্তু মনের ভিতর সমুদ্র মন্থন হইয়া যাইতেছে,—সে ছল ছল চোখে-নিৰ্ব্বাকৃ ইষ্টয়া মেঘের সন্মুথে দাড়াইয়। কত কি ভাবিতে লাগিল। কবি বলিতেছেন “মেঘ দেখিলে সকলেরই মন কেমন কেমন করে, যাহার। মুখী, যাঙ্গদের প্রিয়তমা পাশ্ববৰ্ত্তিনী, তাঙ্গাদেরও মন কেমন হু হু করে—সদয় উদাস হয় ; আর বিরহীদিগের কথা কি ?" ৩। ১। কেতকি-বিকণী=যে কেতকী পুষ্পকে প্রস্ফুটিত করে,—মেঘের বিশেস্বণ। বর্ষার সময় কেয়াফুল ফুেটে । মেঘই •কেতকী ফুটাইয়া দেয়। { মূলের "কেভকাধান হেতো: পাঠ দ্রষ্টব্য। বহুহুধীজনসন্মত বলিয়া উহা কৌতুকাধান হেতোঃ” পরিবর্ভে গৃহীত হইয়াছে 1)