পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| মেঘদূত “ভুবনে বিদিত আবর্ত, পুষ্কর,— সেই মহাকুলে জনম তোমার, কামরূপী তুমি ইন্দ্র-অনুচর, রাখহ মিনতি বিরহি-জনার। মহতের ঠাই করিয়া প্রার্থনা বিফল যদিও, লাজ নাহি তায়, অধমের কাছে করিয়া কামনা পূরে যদি,—তবু মন নাহি ধায় ॥৬১–৮৷ যক্ষ এইবার মেঘকে তোষামোদ আরম্ভ করিল। “আপনি ভুবনপ্রসিদ্ধ পুষ্কর আবর্ষ প্রভৃতির বংশে জন্মগ্রহণ করিয়াছেন, ( বংশের প্রশংসা বড় উচ্চ তোষামোদ। ) আপনি দেবরাজ ইন্দ্রের একজন প্রধান কৰ্ম্মচারী-আপনি অতি মহৎ ব্যক্তি ; আপনি কামরূপী ও কামচারী, আপনার অসাধ্য কিছুই নাই, অগম্য স্থানও কোথায় नाई । আপনি অতিশয় বড়লোক, আমি বড় দুঃখী,--আমি প্রিয়া-বিরহী – আপনার শরণাগত হইলাম। আপনার নিকটে প্রত্যাখ্যানের সম্ভাবনা নাই। যদিই আমার অদৃষ্ট দোষে আপনি প্রত্যাথ্যান করেন, তাহাতেও আমার ক্ষোভ নাই, কারণ মহৎ ব্যক্তির নিকট ভিক্ষা করিয়া ব্যর্থমনোরথ হওয়া বরং ভাল, সফলকাম হুইবার সম্ভাবনা থাকিলেও ছোট লোকের নিকট ভিক্ষা করিতে নাই । ১। আবৰ্ত্ত, পুষ্কর, সম্বর্ভ প্রভৃতি ৪টা মেঘ। ৩ । কামরূপী= ইচ্ছামত রূপ ধারণে সক্ষম । cf “For better far solicitations fail With high desert, than with the base prevail.”— Wilson.