পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদূত । “তুমি হে, জলদ, উদিলে গগনে, বিরহিণীকুল আশার ভারতে, হেরিবে তোমায় উরধ নয়নে অলকের দাম সরায়ে করেতে । তোমার উদয়ে পরবাসে রয়— ফেলি নিজ জায়, কে আছে এমন ? যদি কেহ রয়, সে জন নিশ্চয়, পরের অধীন আমার মতন ॥৮॥১–৮৷ “তুমি যখন আকাশপথে যাইতে থাকিবে, তখন যাহাদের স্বামী বিদেশে—সেই রমণীগণের মনে কত সাস্বন,কত আশা ভরসা, উপস্থিত হইতে থাকিবে । তাহারা ভাবিবে, বর্ষ আসিয়াছে, তাহাদের স্বামীরা এইবার বাড়ী আসিবেন। তাই তাহারা উদ্ধনেত্রে – “ই করিয়া’--তোমাকে দেখিতে থাকিবে। পাছে অলকগুলা চোখে পড়িয়া দেখিবার বিঘ্ন করে, তাই সেই গুলাকে বাম হাতে উচু করিয়া ধরিয়া রাখিবে। হায়! আমার মত পরাধীন দাস ব্যতিরেকে আর কেহ কি, তুমি আকাশে উঠিলে, নিজ প্রিয়তমাকে উপেক্ষা করিয়া বিদেশে থাকিতে পারে? পরাধীনতার জন্ত যক্ষের বিষাদ শত গুণে বাড়িয়া উঠিয়াছিল, সে ভাবিতেছিল, “যদি পরাধীন না হইতাম, যদি দাসত্ব না করিতাম, তাহা হইলে কি আমার এই দশ ঘটিত ? (৩) উরধ নয়নে=উদ্ধ নয়নে । (৪ ) অলক =চুর্ণকুন্তল, ঝাপট। ( a ) পরবাসে= প্রবাসে ।