পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেব। ఏ “অনুকূল বায়ু সঞ্চার মন্থরে বহিছে তোমায়, দেখ, নবঘন, আমোদে চাতক সুমধুন্ন স্বরে দামপাশে তব করিছে কৃজন ; ও চারু-মূরতি হেরিয়া গগনে, তব সঙ্গস্থখ স্মরিয়া মানসে, বলাকার মালা পরমযতনে সেবিবে তোমায় মনের হরষে ॥৯॥১—৮৷ যক্ষ এইবার মেঘকে যাত্রার সুলক্ষণ দেখাইয়া ও লোভ দেখাইয়ু বলিতেছে ; “ঐ দেখ পবন তোমার অমুকুল,—তোমাকে দক্ষিণ দিক হইতে উত্তরে” লইতেছে, এই অনুকূল বায়ু যাত্রার এক স্বলক্ষণ। বামভাগে চাতক পক্ষী মধুর রবে গান করিতেছে,–এও বড় মুলক্ষণ। আর এই যাত্রায় শুধু যে আমার একারই উপকার তাহ; নহে ; তোমার প্রিয় নায়িক বলাকামাল পথে তোমায় পাইয়া তোমার সেবা করিবে। অতএব তুমি চল। ১ । মূস্থরে= আস্তে আস্তে । ৪। কৃজন=পার্থীর ডার্ক। ৫-৮। বলাকামাল নভোমণ্ডলে মেঘযোগে গর্ভবতী হয় ইহা প্রসিদ্ধি।