পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ • Σξύ “ক্ষণেক বিশ্রাম লভিয়া তথায় বনচর-বাল-লীলা কুঞ্জবনে ; বরৰ্ষি সলিল লঘু করি কায়, অতিক্ৰমি পথ ত্বরিতু গমনে— দেখিবে সমুখে—কুঞ্জরের গায় যেন ভূতি রেখা অঙ্কিত কৌশলে, বিশীর্ণ তটিনী রেবা ব'হে যায় উপল-বিষম বিন্ধ্য-পদতলে ॥ ১৯ | ১ –৮ ॥ “সেই পৰ্ব্বতে—আম্রকূট-জরুবল্লীরচিত '्नतः। নিভৃত কুঞ্জবন আছে। সেই কুঞ্জগুলি বনচর ললনাদিগের বিলাস লীলার নিকেতন, —আনন্দ উপভোগের স্থান । • তথায় তুমি একটু বিশ্রাম করিবে, কিছু জলবর্ষণ করিয়া দিবে,—তাহাতে তোমার শরীর লঘু হইবে। শরীর লঘু হইলে তুমি দ্রুত চলিতে থাকিবে, কিছু দূর গিয়া রেবা নদী দেখিতে পাইবে । রেবা এইখানে নিতান্ত শীর্ণভাবে,—বিন্ধ্য পৰ্ব্বতের ইতস্ততঃ বিক্ষিপ্ত, বিধম, এবড় থেবড় প্রস্তর সকলের মাঝ দিয়া বহিয়া যাইতেছে। বিন্ধ্য পৰ্ব্বতের বর্ণ কৃষ্ণ, রেবার জলবেণীসমূহের বর্ণ ধবল। কৃষ্ণবর্ণ একটা প্রকাগু কুৰ্ম্মপৃষ্ঠ পৰ্ব্বতের মাঝে মাঝে শ্বেতৰণ রেবার জলবেণীসমূহ প্রবাহিত হওয়ায় বোধ হইতেছে যেন শাদা রঙ দিয়া একটা হাতীর শিঙার (সজ্জা) করিয়া দেওয়া হইয়াছে।

  • । कूठ्ठग्न-श्रडौ । ও। ভূতিরেখা=হস্তীর মাথায় ও গায়ে শাদ রঙের ৭ । রেবী=নৰ্ম্মদ ।

“নৰ্ম্মদ সরিতাং শ্রেষ্ঠ রুদ্র দেহাদি তারয়েৎ সৰ্ব্বভূতানি স্থাবরাচিরা সৰ্ব্বপাপহর,নিত্যং সৰ্ব্বে - প্লংস্তুত দেব গন্ধবৈরপসরোভিস্তৈ ৮ । উপলৰিষম=প্রস্তুর-বন্ধুয়-পাথরে এবড় থেৰ' -- - 、公ー-ぐ。 {్యస్త