পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“তিক্ত গজমদে সুরভি সে নীর, বহে জম্বুকুঞ্জ করি প্রক্ষালন, । বর্ষণেতে লঘু তোমার শরীর পান করি তাহা করিবে গমন ; সেবিলে সলিল গুরু হবে দেহ, বায়ু উড়াইতে নারবে তোমায়, লঘুজনে কভু মানে না কো কেহ, সার আছে যার ধন্ত সে ধরায় ॥ ২০ ॥ ১—৮ tী "বিন্ধ্য পৰ্ব্বতেও বর্ষণ করিয়া তোমার শরীর লঘু হইবে। রেব নদীর জল ,বনুজ্বামের ঝোপ সকলের মধ্য দিয়া, ঐ বন ধৌত্ত করিয়া বহিয়া যাইতেছে । ( সেই জন্ত কষায় )। বন্ত হস্তী সকল ক্রীড়া করায় তাহীদের মদম্রাবে ঐ জল অতিশয় সুগন্ধি (সুতরাং তিক্ত ; দেখিতে পাওয়া যায় মুগন্ধি দ্রব্যের আস্বাদন তৃিক্ত হয়)। তুমি সেই রেবার ঐ লঘু তিক্ত ও কষায় জল পান করিয়া দেহটা গুরু করিয়া লইও । দেহ গুরু হইলে বায়ু আর তোমাকে যথেচ্ছ উড়াইয়। লইয়া যাইতে পরিবে না। লঘু ব্যক্তিকে,—অসার ব্যক্তিকে,—কেহই মানে না,—গ্রাহ করে না। যাহার সার আছে, জগতে সেই বরণীয় । * ১ । গজমদ=যৌবনপ্রাপ্ত পুংজাতীয় হস্তীর গণ্ডদেশ হইতে উগ্রগন্ধবিশিষ্ট্র তরলশ্রাব বিশেষ ।

  • মল্লিনাথ বলেন এই শ্লোকটর ভিতর এই অর্থ প্রচ্ছন্ন আছে :-রোগীকে বমন করাইয় তাহাকে লঘুতিক্ত কৰায় জল পান করাইলে তাহার আর বায়ুজুনিত কম্প জন্মিতে পারে না । প্রমাণঃ–

“কষায়াশ্চাহিমান্তস্ত বিশুদ্ধে শ্লেষ্মণোহিতঃ। কিমু তিক্ত কষায় বা যে নিসর্গাৎ কফপহtঃ ॥ কৃতশুদ্ধে: ক্ৰমাৎগীতপেয়াদেঃ পথ্যতোজিন: । স্বাভাদিভিন বাধা স্তাদিন্দ্ৰিয়ৈরিব যোগিন: " ৰাস্ত্টং।