পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫ్చి মেঘদূত “তথা আছে নীচ নামে গিরিবর; লভিও বিশ্রাম তার বক্ষঃস্থলে, তোমার পরশে তার কলেবর পুলকে পূরিবে কদম্বের ছলে । শিলাময় গুহ তথা শত শত অঙ্গ-পরিমলে করিছে প্রচার,— গুরুভয়ে-ভীত-সমাগত কত— নাগর নাগরী নিশীথ বিহার ॥ ২৫ ॥ ১—৮ ॥ “সেই বিদিশার উপকণ্ঠে “নীচ” বা “নীচৈ” নামে একটী পাহাড় আছে । তুমি ঐ পাহাড়ে বিশ্রাম রুরিও । তোমার স্পর্শে গিরিস্থিত কদম্ববৃক্ষ সকল কুসুমিত হইয়া উঠিবে, যেন সেই পৰ্ব্বতেরই রোমাঞ্চ হইবে । সেই পৰ্ব্বতে শিলাময় নির্জন গুহাগৃহ সমূহ আছে। তথায় নিশীথে বরেন্দ্রীগণের অভিসার-লীলা সম্পাদিত হইয়৷ থাকে । ৪ । পুলক=রোমাঞ্চ। ৬। পরিমল=মর্দনে যে সুগন্ধ উঠে তাহাকে পরিমুল যলে। পূজ্যপাদ কবিবর রায় রাধানাথের কুত উৎকলাকুবাদের মৰ্ম্ম এইরূপ : “অদূরেতে শোভে নীচ” নামে গিরিবর, বিশ্রাম লভিও তুমি তাহার উপর। তব সঙ্গ লাভ করি সুখী সে হইবে। কদম্বের ছলে তার রোমাঞ্চ ক্ষরিবে । শিলাগৃহে তথা কত নবীন নাগরী প্রাণনাথে দৃঢ় বধিবাহপাশে মরিণ তুষ্ট করে বিধি মতে নাগরের মন, অঙ্গ পরিমল সুখে বহে সমীরণ ॥”