পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ । ११ “লভিয়া বিশ্রাম, চন্দ্র সেই খানে কুসুম-শোভিত নগনদীকূলে ; নবজলধর, নবজল-দানে কর হাসিমুখ যুথিকা মুকুলে। তথা মালিনীরা আসি ফুল তোলে ছায়াদানে কর তাদের শীতল, স্বেদ বারি ধারা মুচিতে কপোলে মলিন হয়েছে কর্ণের কমল ॥২৬ ॥ ১–৮ ॥

  • নীচ পাহাড়ে বিশ্রাম করিয়া আবার চলিতে থাকিবে । ক্রমে নগনদীর (মানচিত্রের ‘পাৰ্ব্বতী” ) কুলে পৌছিবে। সেই নদীর ধারে অসংখ্য যুঁই ফুলের বন । তুমি সেই যুঁই ফুলের উপর নূতনজল ঢালিয়া তাহাদিগকে প্রসন্ন করিবে । দেখিবে সেখানে দলে দলে মালিনীরা সেই সব যুঁই ফুল তুলিতেছে। রৌদ্রে তাহাদের বড় কষ্ট হইতেছে, সুন্দর কপোল বাহিয়া দরদর ঘাম ঝরিতেছে। তাঁহাদের কানে যে পদ্মের কুগুল ছলিতেছে, তাই দিয়া ঘাম মুছিতে মুছিতে পদ্ম মলিন হইয়া যাইতেছে। তুমি তাহাদিগকে ছায়া দান করিয়া শীতল করিবে।

२ । नननौ=tश्वलनलौ वा *ाडिौ नौ विका नर्तिल हड्रेष्ठ दाश्द्रि झईब्रांtछ् ।