পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ । ws

  • পশিয়া অবন্তী,—যথ বৃদ্ধগণ

উদয়ন কথা অভিজ্ঞ সকলে, পরে উজ্জয়িনী করিও গমন শোভায়, সম্পদে, অতুল ভূতলে ; যেন ভোগশেষে স্বৰ্গবাসী নরে মরতে নামিয়া আশার সময়, স্বৰ্গ একখণ্ড শেষ পুণ্য বরে এসেছেন লয়ে রম্যকান্তিময় ॥ ৩০ ॥ ১—৮ ॥ "সিন্ধুনদী পার হইয়াই অবন্তী। সেখানে গ্রামবুদ্ধের সকলেই উদয়নের আখ্যায়িক অবগত আছেন। অবস্থার রাজধানী উজ্জ্বয়িনী ; তোমাকে পূৰ্ব্বে যে উজ্জয়িনীর কথা বলিয়াছি, সেই উজ্জয়িনী। তথায় বাও । , ঐ নগরী এতই সুন্দর,–যেন স্বর্গেরই এক অতি সুন্দর অংশ। যে সকল স্বৰ্গবাসী লোক পুণ্যক্ষয়ে পুথিবীতে ফিরিয়া আসিয়াছেন, তাহীদের যে পুণ্যটুকু ক্ষয়িত হইতে অবশিষ্ট ছিল, সেই পুণ্যবলেই যেন স্বর্গের ঐ অতি মুন্ধর উজ্জয়িনীরূপ অংশ টুকু পৃথিবীতে লইয়া আসিয়াছেন । মহাকৰি বাণভট্টের কাদম্বরীতে বিদিশা এবং উজ্জয়িনীর অতি সুন্দর বর্ণনা श्ttछ् । -