পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। "মেঘদূত" ভারতের অদ্বিতীয় কবি কালিদাসের লেখনী-প্রস্থত একখানি অতিশয় উৎকৃষ্ট কাব্য। পণ্ডিতগণ একবাক্যে স্বীকার করেন যে কবি যদি এই "মেঘদূত" ব্যতিরিক্ত আর কোন কাব্য অথবা নাটক প্রণয়ন মা করিতেন, তথাপি তিনি ভারতের অদ্বিতীয় কবি বলিয়া সৰ্ব্বত্র প্রতিষ্ঠ প্রাপ্ত হইতেন। কালিদাস উজ্জয়িনী-পতি বিখ্যাতনামা মহারাজ বিক্রমাদিত্যের সুপ্রসিদ্ধ নবরত্বের মধ্যে শ্রেষ্ঠরত্ব ছিলেন বলিয়া কথিত আছে । বিক্রমীদিত্যের সময় নির্দেশ সম্বন্ধে নানাজনের নানা মত। কোন কোন পণ্ডিত বিবেচনা করেন যে তিনিই সংবং নামে শাক প্রচলিত করেন। অধুনা সংবতের ১৯৬৪ বর্ষ চলিতেছে। এই মত সত্য হইলে কালিদাস ১৯৬৪ বৎসর পূৰ্ব্বে প্রাচুভূত হইয়াছিলেন সন্দেহ নাই। আবার কোন কোন পণ্ডিতের মত এই যে খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে উজ্জয়িনী নগরে যশোধৰ্ম্মদেব নামে যে এক প্রবলপরাক্রান্ত নরপতি রাজত্ব করিয়া গিয়াছেন, বিক্রমাদিত্য র্তাহারই উপাধি বিশেষ এবং কালিদাস তাহারই সভা অলঙ্কত করিতেন। ফলত এই বিক্রমাদিত্য এবং তাঁহার রত্নশ্রেষ্ঠ কালিদাসের সময় কেহই এ পর্যন্ত অভ্রান্তরূপে নির্ণয় করিতে পারেন নাই। উহাদের সম্বন্ধে যতদূর অবগত হওয়া গিাছে তা পরিশিষ্ট্র প্রদত্ত হইল। কালিদাসের সময় নির্দেশ করিতে না পারলেও হার কারা খানে কিছুমাত্র বি দেখা যায় না। তিনি নেৰি জন্তুষ্টঙ্কণিষ্ঠ পইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন, এই এক মোতেই জাহার যথেষ্ট পরিস