পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর্বমেধ wo }থায় হেরিবে অসংখ্য বিপণি ; সজ্জিত যতনে তাহার ভিতরে,— নবদুর্বাশ্যাম মরকত-মণি, লতামণি, শঙ্খ, শুক্তি থরে থরে, রতন-গুল্ফিত শুদ্ধ মুক্তাহার ; অনুমান হয়,—হেরি সে সকল, তথায় ধরার রতন-আগার,— সাগরেতে শুধু সলিল কেবল ॥ক। “প্রদ্যোত-নরেশ-প্রিয় দুহিতারে, হরিল হেথায় রাজা উদয়ন ; “ছিল পূর্বে এই নগর-মাঝারে, রাজা প্রছোতের স্বর্ণ-তালবন ; " নিলগিরি করা উপাড়ি আলান ভ্ৰমিল হেথায় : ' এই কথা বলি, আগস্তুক জনে করিয়া সম্মান তোষেন যতনে কোবিদ-মণ্ডলী ॥ খ ॥ ১—১৬ ॥ এই (ক) (খ) গৈ শ্লোকত্ৰয় প্রক্ষিপ্ত বলিয়া মল্লিনাথ ব্যাখ্যা করিয়াছেন। অনেক টীকাকার এই তিনটী কবিতা ব্যাখ্যা করেন নাই। এই তিনটী শ্লোকে উজ্জয়িনীর বৈভব ও শোভা বর্ণিত হইয়াছে। আমার বিশ্বাস, এই তিনটী শ্লোকেরই উপাদান মহাকবি বাণভট্টের কাদম্বরী হইতে সংগৃহীত হইয়াছে। কাদম্বরীতে ঐ নগরীর যে অক্তি দীর্ঘ ও পরম রাণীর বর্ণনা আছে তাহা হইতে কতিপয় পংক্তির অনুবাদ মাত্র প্রদত্ত হইল। এই অনুবাদে মূলের সৌন্দর্য্য যে কিছুমাত্র রক্ষিত হয় নাই তাহা বলাই বাহুল্য – ১। বিপkি=দোকান। ৪ । লতামণিs প্রবাল । ১৩। জালান-হাতী বাধার স্থান । ১৬ । কোবিদ=fবস্বাম।