পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vg মেঘদূত। “যথা বাজিরাজি পলাশ-বরণ, সূর্য-অশ্ব কোথা লাগে তার সনে ? মদম্রাবী উচ্চ প্রমত্ত বীরপ— বৃষ্টিমত্তমেঘ, হেন লয় মনে । অসি-লেখাঙ্কিত যথা বীরগণ যুদ্ধে অপ্রমত্ত নিঃশঙ্ক হৃদয়, সমরে আপনি আসিলে রাবণ, নাহি ডরে, রহে সম্মুখে নিশ্চয় ॥ গ ॥ ১—৮ ॥ “উজ্জয়িনীর বিপণি-সমুহে শঙ্খ শুক্তি, প্রবাল, মরকতমণি ও রাশীকৃত সুবর্ণচূর্ণ সমূহ সৰ্ব্বদা সজ্জিত থাকায় উহাদের শোভা অগস্ত্যপীতশুষ্কসলিলসাগরতলের শোভার স্তায় প্রতীয়মান হয়। ভথার ধারাগৃহ সমূহে বুর্ষাকালে অজস্র শীকররাশি বর্ষিত হওয়ায় তদুপরি প্রতিফলিত সূৰ্য্যকিরণোদ্ভাসিত শত শত ইন্দ্ৰধনু বিকশিত হইতে থাকে ও কেকারবকারী মত্ত-ময়ূরবুর্থ পুচ্ছ উৰ্দ্ধোৎক্ষিপ্ত করিয়া মওলাকারে নৃত্য করিতে থাকে। তথায় সহস্ৰ সহস্র সরোবর, লক্ষ লক্ষ প্রফুল্ল কুমুদ উৎপল ও কুবলয়াদি কুমুমে নিত্য বিভূষিত হইয়া রমণীয় আখণ্ডলনয়নসমূহের অনুকরণ করিতে থাকে। তথায় সকলবিদ্যাবিশারদ, বদান্ত, দক্ষ, পরিহাসকুশল, অশেবদেশভাষাজ্ঞ, বক্রোক্তিনিপুণ, আখ্যায়িকাআখ্যানপরিচয়চতুর, সৰ্ব্বলিপিজ্ঞ ও মহাভারতরামায়ণাদি পুরাণে পণ্ডিত ব্যক্তিগণ “বৃহৎ-কথা”-প্রসিদ্ধ উদয়ন ও বাসবদত্তার পরিণয়-কাহিনী-কথনে সময় অতিবাহিত করিয়া থাকেন।” ইত্যাদি।