পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se মেঘদূত । “তামসী রজনী ;–চলেন নয়ন, সূচিভেদ্য ঘোর নিবিড় অণধার – বিলাসিনীগণ করিবে গমন রাজপথ দিয়া বল্লভ-আগার ; নিকষে কনক-রেখার মতন মৃদুল-তড়িতে পথ দেখাইবে ; করোনা গর্জন, করোনা বর্ষণ, অবলা তাহারা ভয়েতে মরিবে ॥ ৩৭ ॥ ১—৮ ॥ মহাকালের মন্দিরে সেবাদি করিয়া পুনরায় নগরে বাহির হইবে, বাহির হইয়া দেখিবে যে নিবিড় সুচিভেন্তু অন্ধকারে রাজপথ দিয়া অভিসারিকাগণ নিজ নিজ প্রিয়তমের বাসভবনে যাইতেছেন। ঘোর অন্ধকার, পথ দেখা যায় না ;--র্তাহাদের কত কষ্ট হইতেছে। তুমি তোমার প্রণয়িনী বিছাতের একটু আলো দিয়া তাহাদিগকে পথ দেখাইয়া দিবে ; কিন্তু দেখিও ক্ষণপ্রভার ক্ষণস্থায়ী আলোকে “আলো-আঁধারি” করিও না । তোমার সৌদামিনীকে নিকষে স্বর্ণ রেখার মত তোমার গায়ে স্নিগ্ধ ও স্থির ভাবে রাখিবে। আর এক কথা, সে সময়ে গর্জন অথবা বর্ষণ করিও না ; তাহা হইলে, সেই ঘোর অন্ধকার রাত্রিতে তাহারা-অবল বৈ ত নয় ?--ভয়ে বিকল হইয়া পড়িবে। ১ । তামসী= অন্ধকারমল্পী । ২ । সুচিভেদ্য=ঘন জমাট অন্ধকার, যেন সুচ দিয়া বেঁধ যায় । gS BBBDS DBBDS DDD DBBBBS DDD BBB BBB সাক্ষাৎ করার জন্ত সঙ্কেত স্থানে যায়।” - 8 । खुल्लछ=थिग्नछन ।

  • । निकब= कुट्टै*ॉtधंद्र ।