পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বমেঘ । $3 “তব প্রিয়তম চপলা সুন্দরী হবে ক্লান্ত যবে সুচিরস্ফুরণে, লভিও বিশ্রাম প্রাসাদ-উপরি সুখ-সুপ্ত যথা পারাবত-গণে ; উদিলে তপন পূরব গগনে শেষ পথটুকু করিও গমন, সুহৃদের কাজে সুহৃদ, ভুবনে, তিলমাত্র হেলা না করে কখন ॥ ৩৮ ॥ ১—৮ ॥ এইরূপ দীর্ঘকাল ধরিয়া বিচ্যৎ স্ফুরিত হইলে তিনি—তোমার প্রিয়তম চপলা-কান্ত হইয়া পড়িবেন। তখন তাহাকে কিছু বিশ্রাম দেওয়া উচিত,; অতএব তাহাকে লইয়া সেই নগরের কোন উচ্চ প্রাসাদের উপরিভাগে রাত্রি যাপন করিও । সেই হৰ্ম্ম্যশিখর নীরব,—পারাবতের দলও ঘুমাইয়া পড়িয়াছে। প্রভাত হইলে আবার শেষ-পথটুকু যাইও! বন্ধুর কার্ষ্যে কোন বন্ধুই কিছুমাত্র বিলম্ব বা অবহেলা করে না ; তুমিও অলকা যাইতে অবহেলা করিবে না, তাহা নিশ্চয়। ( যক্ষ পূৰ্ব্বে ২৭ শ্লোকে মেঘকে উজ্জয়িনীর প্রাসাদ শিখরে বিশ্রাম করিবার জন্য অনুরোধ করিয়াছে। ] 3 | চপল=বিদ্যুৎ ! ২ । হুচির ফর৭ে-অৰেক্ষণ ধরিয়া প্রকাশিত হই।