পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 - cक्षनूङ “সুনীল সলিল-বসন তাহার খসিয়াছে তীর-জঘন-তটেতে, যেন তাহ নদী ধরেছে আবার ঈষত –লম্বিত্ত বেতস-করেতে ; সে সলিল-বাস করিয়া হরণ লম্ববান তুমি তাহার উপরে, “কেমনে সত্বরে করিবে গমন” ভাবিতেছি তাই আমার অন্তরে । সে রসের স্বাদ পেয়েছে যে জন, ত্যজিতে কি পারে সে সুখ কখন ? ॥৪১॥১—১০ ॥ গম্ভীরা নদীর তীর নায়িকার জঘনের সহিত, নীল সলিল নীল বসনের সহিত, তীর হইতে লম্বিত বেতস-শাখা হন্তের সহিত উপমিত হষ্টয়াছে। পূজ্যপাদ শ্ৰীযুক্ত রায় রাধানাথ রায় বাহাদুরের উৎকলামু ৰাদের মৰ্ম্ম এইরূপ — “তীর-জঘনের নীল জলরূপ বাস, খসিয়াছে দেখি’ মনে হইবে উল্লাস, जश्थान इ'tग्न छूमि उॉफ़ेनैौ खैभरग्न, ধরিৰে সুনীল বাস বেতসের করে। আমার প্রার্থনা পুনঃ হইলে স্মরণ, অতি কষ্টে হ’বে, তাই, তোমার গমন, যে জন লভেছে সেই রসের আস্বাদ, প্রস্তুত রসেতে বিঘ্ন গণে সে প্রমাদ।