পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেধ । 86.

  1. मदकल-निख-वश्ांवडि श्डिङ অতি মৃদু সমীয়ণ,

শুণ্ডে দন্তী তারে টানিছে গরবে, উঠিতেছে স্বন শ্রবণ-রঞ্জন ; যার পরশনে কানন্তন কাননে উল্লম্বর-ফল পাকিয়া উঠিবে, সে শীতল বায়ু মৃদুল-ব্যজনে দেবগিরি-পথে তোমায় লইবে ॥৪২ ॥ ১—৮ ॥ গম্ভীরা নদীর উত্তরে দেবগিরি। গম্ভীরার সহিত সতুতের পর তুমি দেবগিরি যাইবে। প্রথম বৃষ্টির পর মৃত্তিক হইতে “সোদাগন্ধ” উঠিতেছে ; সেই গন্ধে বায়ু মুগন্ধি হইয়াছে, নবজলকণাম্পর্শে বায়ু শীতল হইয়াছে। হস্তীসকল ফুৎকারের সহিত সেই বায়ু শুণ্ডের ভিতর গ্রহণ করিতেছে ; তাহাতে এক প্রকার মনোরম শব্দ উঠিতেছে। সেই শীতল বায়ুর স্পর্শে কাননের যজ্ঞডুমুর ফল গুলি পাকিস্থা উঠিবে, এই স্বরভি স্বশীতল বায়ু মৃদ্ধ মৃদ্ধ ব্যজনে তোমাকে দেবগিরির পথে লইয়া যাইবে । ১ । স্বল = শবদ । ৮। দেবগিরি-দেৰগড়। মাদাশোর বা আধুনিক শোরের নিকটস্থ পৰ্ব্বত্ত বিশেষ। এই পৰ্ব্বত্ত্বে কাৰ্ত্তিকেয়েয় ৰাসস্থান ৰলিয়া প্রসিদ্ধি আছে।