পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

as মেঘদূত “তথায় নিয়ত থাকেন কুমার }— ধরিয়া যতনে পুষ্পময় কায়, " ব্যোম-গঙ্গানীরে সিক্ত পুষ্পাসার বরষিয়া,—স্নান করাইও তায় । প্রতাপে তাহার স্নান দিবাকর ;– বহ্নিমুখে তেজ করিয়া স্থাপন, স্বজিলেন র্তারে সুধাংশু-শেখর বাসবের সেনা রক্ষার কারণ ॥ ৪৩ ৷৷ ১—৮ ॥ দেবগিরি পর্বতে ভগবান কাৰ্ত্তিকেয় সৰ্ব্বদা বাস করেন। তুf কামরূপী, জুীয় পুষ্পময় দেহ ধারণ করিবে এবং আকাশ-গঙ্গার জে পুষ্পরাজি সিক্ত করিয়৷ সেই গঙ্গাজলসিক্ত পুষ্পবৃষ্টি করিা কাৰ্ত্তিকেয়ে স্নান করাইবে। কাৰ্ত্তিকেয় স্বৰ্য্যাপেক্ষাও প্রতাপশালী, তিনি শিৰে সন্তান। তারকাসুরবধ-নিমিত্ত শঙ্কর বহ্রিমুখে নিজ তেজঃ রক্ষ করিয়। তাহার স্বষ্টি করেন ও কাৰ্ত্তিকেয় বাসবের সেনাপতি পে নিযুক্ত হন। শিবপুরাণ ও কবি-প্রণীত কুমারসম্ভব প্রভৃতিতে কাৰ্বি কেয়ের জন্মবিবরণ অম্বুগন্ধেয়। ১ । কুমার=কাৰ্ত্তিকেয়। দেবগিরিতে কাৰ্ত্তিকেয়ের মন্দির আছে। ৩ । বোম = আকাশ । ৭ । সুধাংগু-শেখর = মহাদেব । ৮ । ৰাসব-ইন্দ্র ।