পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ । 總覽 “জ্যোতিৰ্ম্ময় পুচ্ছ-চন্দ্রক যাহার— খসিলে, আদরে লষ্টয়া শঙ্করী ধরেন শ্রবণ-যুগলে তাহার,— কুবলয় দল দূরে পরিহরি ;– যার নেত্রদ্বয় শুক্লতর করে হর শিরস্থিত চন্দ্রম-কিরণে, নাচাইও সেই স্কন্দ-শিখিবরে নগ-প্রতিহত গভীর গর্জনে ॥ ৪৪ ॥ ১-৮ ॥ কাৰ্ত্তিকেয়ের প্রিয়বাহন ময়ুর সেই দেবগিরিতে আছে। সেই ময়ূরের পুচ্ছ হইতে সুচারুচন্দ্রক স্থলিত হইলে ভবানী আদর করিয়া কৰ্ণভূষণ করেন। ময়ূরটা সৰ্ব্বদ শিবের নিকটে থাকে— এজন্ত তাহার স্বাভাবিক শুক্লচক্ষু শস্তু-শিরস্থিত চন্দ্রকিয়ণে আরো গুরু বর্ণ দেখায়। তুমি গম্ভীর-গর্জন করিয়া—সেই গর্জনে পৰ্ব্বত-কদর । প্রতিধ্বনিত হইয়া উঠিবে—সেই ময়ূরটকে নাচাইও । ১। পুচ্ছ-চন্ত্রক=ময়ূরের পুচ্ছের চাদ । ৪। কুবলয়=নীলপদ্ম। ৭। স্কন্দ-কুৰ্ত্তিক।