পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ty - মেঘদূত। “পূজি শরজন্ম দেব যড়াননে, পুনঃ তুমি পথে করিবে গমন, বীণ। হস্তে সিদ্ধ সিদ্ধ-প্রিয়াগণে জল-ভয়ে পথ ছাড়িবে তখন ; রস্তিদেব-কীৰ্ত্তি রহে মূৰ্ত্তিমতী স্রোতোরূপ ধরি উপরে ধরার— গোমেধ সম্ভব নদী চৰ্ম্মতী ; নামিয়া করিবে সম্মান তাহার ॥ ৪৫ ॥ ১—৮ ॥ তুমি কাৰ্ত্তিকেয়ের পূজা করিয়া পুনরায় গমন করিতে থাকিৰে। পাছে জল লাগিয়া বীণার তার ভিজিয়া যায় সেই ভয়ে বীণাধারী সিদ্ধ-দম্পতিগণ তোমার পথ ছাড়িয়া দিবে। পরে সম্মুখে দেখিবে চৰ্ম্মশ্বর্তী নদী। সেই নদী রস্তিদেব-রাজার গোমেধ-যজ্ঞে নিহত গোসকলের চৰ্ম্মনিঃস্থত রক্ত হইতে জাত। রন্তিদেব-রাজার মূৰ্ত্তিমতী কীৰ্ত্তি ঐ নদীরূপে প্রবাহিতা। ঐ নদীকে সন্মান করিবার জন্য তুমি অবতরণ করিবে ।

  • -४ । ध्ऊंदरीब्र भशबाज डब्राउज चषषन गईशृङष मं९कौडिंब श्रृंड

মহারাজ রস্তিদেব দশপুর রাজ্যে রাজত্ব করিতেন। ( দশপুর-মাদাশোৱ— আধুনিক দশোর) তিনি গোমেধ-বঞ্জ সম্পাদন করিয়াছিলেন । চৰ্ম্মনিঃস্থত শোণিত হইতে জাত বলিয়া উহার নাম চৰ্ম্মণতী হইয়াছে। চৰ্ম্মতীর আধুনিক নাম চম্বল ।