পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বমেঘ (కి “ছায়ায় আবরি’ ব্রহ্মাবৰ্ত্ত দেশ, পরে কুরুক্ষেত্রে তুমি হে পশিবে, এখনো তথায় সমরের শেষচিহ্ন ভয়ানক কত কি দেখিবে । যথা—পার্থ শত স্বশাণিত শরে নিপাতিল কত নৃপতি-আনন, তুমি ধারা-বারি বরষি প্রখরে কোমলকমলে নাশস্থ যেমন ॥ ৪৮ ॥ ১৮ “দশপুর নগর অতিক্রম করিয়া পরে উত্তরদিকে অনেক দূরে ব্ৰহ্মাবৰ্ত্ত দেশ । তুমি তথায় ছায়াবিস্তার করিয়া গমন করিবে । পরে সেই কুরুক্ষেত্র। তথtয় আজি ও সেই ঘোরতর কুরুসমরের डोबव झि 'नम्नांब्र-भङ *उ अश्किकाल-चूरुरब्राष्ट्रि-विमाभांन । এখানে, তুমি যেমন বর্ষাকালে সরোবরে কমল সমূহের উপর জলধারা বর্ষণ করিয়া তাঙ্গদের নিপাত-সাধন কর,—গাণ্ডিবী অর্জুন তেমনি সমবেত ক্ষত্রিয়-বীরদিগের মুখোপরি শত শত শাণিত শরবর্ষণ করিয়া তাহাদিগের নিধন-সাধন করিয়াছিলেন। বৃষ্টিধারার সহিত শরধারার এবং কমলসমূহের সহিত ক্ষত্রিয়-মুগুসকলের তুলনা ।” ১। ব্ৰহ্মাৰন্তদেশ-সরস্বতী ও দৃষদ্বতী নদীর মধ্যস্থ ভূভাগ। এই দেশ আর্য্যদিগের আদিম উপনিবেশ স্থান। পণ্ডিতগণ বলেন এই খানেই আধ্যদিগের মধ্যে প্রথম জাতিভেদ-প্রথা প্রবর্তিত হয় । ২। কুরুক্ষেত্র=ভারতের প্রসিদ্ধ তীর্থ। এইখানে স্বপ্রসিদ্ধ মহাভারতীয় যুদ্ধ সংঘটিত হয়। পুরাণ সমুছে এই তীর্থের মহাস্থ্য অতি প্রসিদ্ধ। ৫। পার্থ=পূখী অর্থাৎ কুম্ভীর পুত্র, এখানে অর্জন।