পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বমেধ । ఆఙ “সগর-সন্তানে স্বরগে লইতে সোপানের রাজি যেন গো ধরায়,— কনখল পাশে, নগেন্দ্র হইতে নামিছেন বেগে জাহ্নবী যথায়,— যেও তার ঠাই ; হেরিবে সুন্দরীগৌরীর ভ্রুকুটি করি উপহাস, (sta চন্দ্রম-ভূষিত উৰ্ম্মি-করে ধরি শন্তু কেশ, হাসে ফেনময় হাস ॥ ৫০ ॥ ১৮

  • কনখলের নিকট গঙ্গা হিমালয়ের ক্রোড় ছাড়িয়া সমতলে প্রবেশ করিতেছেন। তাহার জলধারা হিমালয়ের গায়ে ধাপে ধাপে সোপানপরম্পরার দ্যায় দেখাইতেছে । এই সোপান অবলম্বন করিয়া সগরভনয়ের স্বর্গে গিয়াছিলেন। উচ্চ হইতে নীচে জল পড়িয়া বিস্তর ফেন হইতেছে, যেন গঙ্গা ছাপিতেছেন। হাসিতেছেন কেন ? গঙ্গ। শিবের জটায় পড়িতেছেন, চন্দ্র করোত্তাসিত তাহার তরঙ্গরূপ হস্তধারা মহাদেবের কেশ গ্রহণ করিতেছেন ; এবং সেই সৌভাগ্যে স্ফীত হইয়। সপত্নী গৌরীকে উপেক্ষা করিয়া গঙ্গা এত উপেক্ষার হাসি হাসিতেছেন।

৩ । কনখল =হরিদ্বারের নিকটবৰ্ত্তী পবিত্র তীর্থ। এইস্থানে দক্ষযজ্ঞ হইল্পীছিল বলিয়া প্রবাদ । পাগুর এখনও ঐ যজ্ঞকুও দেখাইয় দেয় । “কনখল” অর্থ এই যে এই তীর্থে খল কেহই আসিয়া মুক্তি না পাইরা যায় না। প্রমাণ এইঃ “খলঃ কোনাংক্স মুক্তিং বৈ ভজতে তত্র মজ্জনাৎ } অতঃ কনখলং তীৰ্থং নাম চক্র মুলীশ্বরী । “সৰ্ব্বত্র স্থলত গঙ্গা ীিযু স্থানেষু দুলভ।। इब्रिदाम्बू धब्राप्त्र 5 शश्नांशब-मत्रtन ॥” नाशठ=श्विकंद्र ।