পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ মেঘদুত । “মানস-সৃলিল করিয়া সেবন, (কনক-কমল জনমে যথায়, ) আবরি ক্ষণেক গজেন্দ্র-বদন ( যেন বসনেতে) প্রীত করি তায়, কাপাইয়া কল্পতরু-কিসলয় মন্দমেঘবাতে ছুকূল মতন,— নান। লীলা হেন করি রসময়, সে কৈলাস পরে করিও ভ্রমণ ॥ ৬২ ॥ ১-৮ ॥ “হে মেঘ, শত শত কনক-কমল-শোভিত মানস-সরোবরের জল ভূমি পান করিবে ; খানিক সময় ঐরাবতের মুখ বেষ্টন করিয়া লাগিয়া থাকিবে, মুগে ভিজা কাপড় দিলে হাতীর যেমন আমোদ হয়, তুমি মুখেরচারিদিকে বেষ্টন করিয়া থাকিলে ঐরাবতের তদ্রপই আনন্ম হইবে । বাতাসে হুক্সবন্ত্র যেমন আন্দোলিত চয়, সেইরূপে তুমি কল্পগ্রুমের কিসলয় গুলিকে দুলাইবে । এইরূপে, তুমি ঐ পৰ্ব্বতে নানামত ক্রীড়ামুখ উপভোগ করিবে ।

  • । भांब्रम-अठिठ= बनिन नtब्रांवtग्नग्न छन ।

৩ । গজেন্দ্র= ঐরাবত । ৭ । কিসলয়-মুক্তন কচি পাতা। ৬ । দুকুল-স্বল্পবস্ত্র।