পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেব। 领空 “তার কোলে শোভে অলকানগরী,— জাহ্নবী-দুকূল স্থলিত জঘনে, যেন প্রিয়তম-উরস উপরি শোভে প্রণয়িণী স্থলিত বসনে ; বরষায় তার অত্যুচ্চ-সদনে - খেলে মেঘমালা, ঝরে বারিধার, যেন পুলকিত যুবতী-বদনে সুনীল-অলকে মুকুতার হার ; “সেই পৰ্ব্বতের ক্রোড়ে অলকানগরী । পৰ্ব্বত যেমন উচা নীচ হইয়াছে, সেই ভাবে, সেই বশে, পৰ্ব্বতগাত্রে বাড়ী নিৰ্ম্মাণ করিয়া নগরী হইয়াছে; বোধ হইতেছে যেন কোন রসিক-কামিনী প্রিয়তমের ক্রোড়ে আলুথালু হইয় গুইয়া আছে। পাশ দিয়া গঙ্গা বহিয় যাইতেছে ; মেঘ উৰ্দ্ধ হইতে দেখিতেছে যেন একখানা কাপড় পড়িয়া আছে-যেন কাপড়খান খসিয়াছে, কেবল মাত্র একটু কোণ সেই রসিকার গায়ে ঠেকিয়া আছে । উষাকালে সেই নগরীর অত্যুচ্চ প্রাসাদশিখরে মেঘ সৰ্ব্বদাই লাগিয়া আছে, মধ্যে মধ্যে শুভ্র বারিধারা পতিত হইতেছে, বোধ হইতেছে যেন অপগতমান পুলকিত কোন কামিনীর মুকুক অলকদামের পার্থে মুক্তামালা ঝুলিতেছে। এই নগরী তুমি একবার মাত্ৰ দেখিলেই চিনিতে পরিবে যুদেহ नाहे ।” যক্ষ মেঘের পথ বর্ণনা করিতে করিভে এতদূরে অলক। দর্শন পৰ্য্যন্ত ৩। উরঙ্গ-বন্ধু বুক। ৭ । পুলকিত-রোমাঞ্চিত, এখানে জাতি।