পাতা:মোগল যুগে স্ত্রীশিক্ষা.djvu/৪৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মোগল যুগে স্ত্রীশিক্ষা

বিকাশে,—মোগল সম্রাট্‌গণের হারেমে তাহাও বিরল নহে,—জহাঙ্গীর-মহিষী নূর্‌জাহান তাহার উজ্জ্বল দৃষ্টান্তস্থল।

 মানুষী লিখিয়াছেন, ‘বাদ্‌শাহী হারেমে শাহ্‌জাদী ও অন্যান্য মোগল-পুরবাসিনীবৃন্দকে সঙ্গীত শিক্ষা দিবার জন্য বৃত্তিভোগিনী শিক্ষয়িত্রী নিযুক্ত থাকিতেন।’ তাঁহারা রাজবংশের সহিত সম্পর্কিত ছিলেন না; কেবল গুণের পুরষ্কার-স্বরূপ বাদশাহ্‌বৃন্দ তাঁহাদিগকে শিক্ষাকার্য্যে নিযুক্ত করিতেন। মানুষী আরও লিখিয়াছেন, ‘মোগল-সম্রাট্‌গনের নিকট যে-সকল হস্তলিখিত দৈনন্দিন সংবাদলিপি (‘ওয়াকিয়া’) আসিত, তাহা পাঠ করিবার ভার মহলের বেতনভোগিনী মহিলাদের উপর ন্যস্ত ছিল; রাত্রি নয় ঘটিকার সময় তাঁহারা সম্রাট্‌কে সংবাদ লিপি পাঠ করিয়া শুনাইতেন।’[]

  1. The matrons have generally three four, or five hundred rupees a month as pay, according to the dignity of the post they occupy ... ... ... In addition to these matrons there are the female superintendents of music and their women players, these have about the same pay more or less, besides the presents they receive from the princes and princesses ... ... ... Among them are some who teach reading and writing to the princesses, and usually what they dictate to
৩৭