পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । 酸 প্রসারিত হইয়াছে—শু্যামাঙ্গীর অঙ্গে রজতালঙ্কারবৎ ফেননিচয় শোভিতেছে, তীরে জলচর পক্ষিকুল শ্বেতরেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরন্ময়ী সব দেখিলেন,--নীলজল দেখিলেন, তরঙ্গশিরে ফেনমালা দেখিলেন, সূৰ্য্যরশ্মির ক্রীড়া দেখিলেন, —দূরবর্তী অর্ণবপোত দেখিলেন, নীলাম্বরে কৃষ্ণবিন্দুবৎ একটি পক্ষী উড়িতেছে, তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটা শুদ্ধ কুহূমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন: “তুমি কেন যাবে-অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন।” পুরন্দর বলিল, “আমার পিতা বৃদ্ধ হইতেছেন। আমার এখন অর্থে পার্জনের সময় হইয়াছে । আমি পিতার অনুমতি পাইয়াছি ” হিরন্ময়ী লতামগুপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন র্তাহার ললাট কুঞ্চিত হইতেছে,অধর স্ফরিত হইতেছে, নাসিকারব্ধ ফাত হইতেছে। দেখিলেন যে হিরন্ময়ী কাদিয়া ফেলিলেম ।