পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्डिौङ्ग श्रृंद्रिाक्लभ । ఫి বড় হইল” বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন ; ধনদাস শুনিতেন না। কেবল বলিতেন, “গুরুদেব আমুন-তিনি আসিলে এ কথা হইবে।” পুরন্দর সিংহলে গেলেন। র্তাহার সিংহল যাত্রার পর দুই বৎসর এইরূপে গেল। পুরন্দর ফিরিলেন না। হিরন্ময়ীর কোন সম্বন্ধ হইল না । হিরণ, অষ্টাদশ বৎসরের হইয়। উদ্যানমধ্যস্থ নবপল্পবিত চুতবৃক্ষের স্বায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিল । হিরন্ময়ী ইহাতে দুঃখিত হয়েন নাই। বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত ; র্তাহার সেই ফুল্লকুসুমমালামণ্ডিত কুঞ্চিতকৃষ্ণকুন্তলাবলীবেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত ; তাহার সেই দ্বিরদগুস্ত্ৰ স্কন্ধদেশে স্বর্ণপুষ্পশোভিত নীল উত্তরীয় মনে পড়িত ; পদ্মহস্তে হীরকাঙ্গুরীয়গুলি মনে পড়িত ; হিরন্ময়ী কাদিতেন। পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত। কিন্তু সে জীবন্মৃত্যুবৎ হইত। তবে তাহার বিবাহোদ্যোগে