পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ যুগলাঙ্গুরীয়। স্ত্রীলোকের উপর কোন অত্যাচার করিতে পারে না । হিরন্ময়ী অমলাকে বলিলেন, “অমলে আমি রাজদর্শনে যাইতে সম্মত। তুমি সঙ্গে চল ।” অমলা স্বীকৃত হইল। তৎসমভিব্যাহারে শিবিকারোহণে হিরন্ময়ী রাজাবরোধমধ্যে প্রবিষ্ট হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠিকন্যা আসিয়াছে। রাজাজ্ঞ পাইয়া প্রতিহারী এক হিরগুয়ীকে রাজসমক্ষে লইয়া আসিল । অমলা বাহিরে রহিল ।