পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఖి'ు যুগলাঙ্গুরীয়। রাজা হাসিয়া কহিলেন, “আমার কথায় বিশ্বাস কর, তুমি বিধবা নহ।” হি। তবে আমার স্বামী অামার অপেক্ষাও দরিদ্র । ধনলোভে ইহা বিক্রয় করিয়াছেন। রা। তোমার স্বামী ধনী ব্যক্তি । হি। তবে আপনি বলে ছলে কৌশলে তাহার নিকট ইহা অপহরণ করিয়াছেন। রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন । বলিলেন, “তোমার বড় সাহস রাজা মদনদেব চোর, ইহা আর কেহ বলে না ।” হি । নচেৎ আপনি এ তাঙ্গুরীয় কোথায় পাইলেন ? রা। আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পরাইয়া দিয়াছেন। হিরন্ময়ী তখন লজ্জায় অধোমুখী হইয়া কহিলেন, “আৰ্য্যপুত্র! আমার অপরাধ ক্ষমা করুন-- আমি চপলা, না জানিয়া কটু কথা বলিয়াছি।”