পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\^!* शुश्रणांत्रुघ्नौब्र । এইরূপ ভাবিতেছিলেন, এমত সময়ে রাজা বলিলেন, “হিরন্ময়ি ! তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটা কথা জিজ্ঞাস্ত আছে । তুমি বিনা মূল্যে পুরন্দরের গৃহে বাস কর কেন ?” হিরন্ময়ী অধোবদন হইলেন। রাজা পুনরপি জিজ্ঞাসা করিলেন, “তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন ?” হিরণ্ময়ী আরও লজ্জীবনতমুখী হইয়া রহিলেন। ভাবিতেছিলেন, “রাজা মদনদেব কি সর্বজ্ঞ ?” তখন রাজা কহিলেন, “আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হইয়া পুরন্দরপ্রদত্ত হীরকহার গ্রহণ করিয়াছিলে কেন ?” এবার হিরন্ময়ী কথা কহিলেন। বলিলেন, “আৰ্য্যপুত্র, জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন। হীরকহার আমি ফিরাইয়া দিয়াছি।”