পাতা:যুগলাঙ্গুরীয় - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 9 যুগগঙ্গুরীয় । হি। প্রণয়োপহার বলিয়া গ্রহণ করিয়াছি। রাজা আরও বিস্মিত হইলেন। জিজ্ঞাসা করি: লেন, “সে কি ? কি প্রকারে প্রণয়োপহার ?” হি। আমি কুলটা। মহারাজ ! আমি আপনার গ্রহণের যোগ্য নহি । আমি প্রণাম করিতেছি । আমাকে বিদায় দিন । আমার সঙ্গে বিবাহ বিস্মৃত হউন। হিরন্ময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন, এমন সময়ে রাজার বিস্ময়বিকাশক মুখকাস্তি অকস্মাৎ প্রফুল্ল হইল। তিনি উচ্চৈহাস্য করিয়া উঠিলেন। হিরন্ময়ী ফিরিল। রাজা কহিলেন, “হিরগুয়ি ! তুমিই জিতিলে,— আমি হারিলাম। তুমিও কুলটা নহ, আমিও তোমার স্বামী নহি । যাইও না।” হি। মহারাজ ! তবে এ কাগুটা কি, আমাকে বুঝাইয়া বলুন। আমি অতি সামান্ত স্ত্রী—আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীরপ্রকৃতি রাজাধিরাজের রহস্য সস্তুবে না ।