পাতা:যোগ-সাধন.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১ ) সৰ্ব্বোপরি অনুসরণীয়। যেখানে কাহারও উপদেশ অামার বিবেকের বিরুদ্ধ হইলেও তাহ আমার অনুসরণীয় বলিয়া ধরা হয় সেখানেই গুরুবাদ আসে। ঈশ্বরের ও মানবাত্মার মধ্যে একটি তৃণ কনা পৰ্য্যন্ত ও যতক্ষণ ব্যবধান থাকিবে অর্থাৎ যতক্ষণ তদ্ব্যতীত কোন বস্তু বা ব্যক্তি বা প্রণালীকে উপায় জ্ঞানে অবলম্বন করা হইবে ততক্ষণ এই সাধন পরি ণত হইতে পারে না । সুতরাং গুরুবাদ যোগের • বিনাশক । ২১শ প্র ঃ । আপনার নিকট যাহারা সাধন লইতেছেন তাহারা আপনার প্রতি যে অযথা ভক্তি প্রদর্শনকরেন, তাহ দুষণীয় কিনা ? উ : বিনীত হৃদয়ে কৃতজ্ঞতার সহিত পিতা মাতা প্রভৃতি গুরুজন, শিক্ষক ও ধৰ্ম্মোপদেষ্ট দিগকে ভূমিষ্ট হইয়া প্রণাম করা ও তাহাদের পদধূলি মস্তকে গ্রহণ দ্বারা ভক্তি প্রদর্শনকরা আমাদের দেশের চিরন্তন রীতি । পাশ্চাত্য শিক্ষা ও তদুপযোগী পাশ্চাত্য ধৰ্ম্মের অভু্যদয়ে অন্যান্য নির্দোষ ও কল্যাণকর চিরাগত দেশীয় প্রথার স্যায় এই সুন্দর রীতিfss fāzās zēni sitfātēts 1 ( good morning, ) কিম্বা ( shake-hand ) কর। তৎপরিবর্তে স্থান পাইতেছে, ইহা নিতান্ত ক্ষোভের বিষয়। ব্রাহ্ম ধৰ্ম্ম দেশীয় রীতি নীতি সমস্তকে কুসংস্কার ও বর্জনীয় মনে করা দূরে থাকুক যথ সম্ভব দেশীয় রীতি নীতিই অবলম্বন করিবেন । তন্মধ্যে যাহা কিছু অসত্য তাহ সৰ্ব্বতে ভাবে পরিত্যাগ বা পত্রিবৰ্ত্তন করিয়া লইবেন। যে টুকু সত্য ও বিশুদ্ধ তাঁহা শ্রদ্ধার সহিত গ্রহণ করিধেন। নতুবা ব্রাহ্মধৰ্ম্ম আমাদের জাতীয় ধৰ্ম্ম