পাতা:যোগ-সাধন.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) ও মুক্তির জন্ত ব্যাকুল হইয়ার্তাহারই নিকট প্রার্থর করবে, সেই মুক্তি লাভ করিবে। তাহার ধৰ্ম্ম লাভের জন্য ষে। উপায় শ্ৰেয়ঃ তাছা তিনিই, তাহার সম্মুখে আলিয়। দিবেন। তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া চল আকশুক। এমন কি আমি বিশ্বাস করি পৃথিবীর পাপী তাপ । যাবতীয় নর নারীই মুক্তির অধিকারী। ইহলোকে যদি না হয় পরলোকে অনন্ত কালে প্রত্যেক মানবাত্মা পুণতার দিকে চলিবেই চলিবে। ইহলোকেও পাপ প্রভৃতি সমস্তই তাহার আত্মার মধ্যে চরমে মঙ্গল ভিন্ন অন্য কিছুই প্রসব করে না । - o ২৯শ প্রঃ । যোগপথাবলম্বী ব্যক্তিগণ প্রায়ই ভাব-প্রিয় ও কাৰ্য্য-বিমুখ একথা সত্য কিনা? - উঃ । ইহা অপেক্ষ ভ্রম আর কিছুই হইতে পারেন। যোগী দের সংবাদ পত্র নাই, বক্তৃতা নাই, বাহ কোন চিন্থদ্বারা তাহাদের কার্ব্যের সংবাদ প্রকাশিত হয়না, তাহারা প্রায়ই গোপনে, ৰিজন কাননে বা গিরিকন্দরে বাস করেন, যখন লোকলিয়ে আসেন তখনও সচরাচর সাধারণ লোকের সহিত ফুচারিটা কথা বলিয়া চলিয়া যান, এই সকল কারণে, যদি কেহ মনে করেন যে তাহারা অলস-প্রকৃতি, ধ্যানপরায়ণ, সংসার-বিমুখ ভিক্ষুক মাত্র, তাহ হইলে তাহার। ঘোরতর অপরাধ হয় মনে করি। যদি একটা সপ্তাহ: কোন প্রকৃত ৰোগীর সহবাসে কাটান যায় তাহ হইলে । বুৰা যায় যে তাহার কিরূপ পরোপকারী, সংসারের কল্য- o ঙ্গৈর জন্ত কত চিন্ত করেন ও কিরূপ ভয়ানক ভাগ স্বীকার :