পাতা:রজত-গিরি.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক।
১৫

এ স্বচ্ছ সরসী-তীরে—যাহার সলিলে
শত শত হীরা জলে ভানুর কিরণে,
পঙ্কজ-মুকুল ভাসে যাহার উরসে
শুভ্র, নীল—যেন কত মুকুতা মাণিক।
প্রসারিত বটবৃক্ষ শীতল ছায়ায়
শুইয়া আহ্বানি এবে কোমল নিদ্রায়।

( নিদ্রা )
তৃতীয় দৃশ্য।—অপ্সরা ভূমি কিম্বা রজত-গিরিদেশ।
রঙ্গভূমির এক পার্শ্বে রাজা ধর্ম্মরাজ এবং অপর পার্শ্বে
তাঁহার ৭ কন্যা।
প্রথম রাজকুমারী।

চির-সহচরী সবে প্রাণের ভগিনী!
ভূঞ্জিতেছি এক-সাথে শান্তি-মুখ মোরা
অপ্সর-নগরে; এবে এসেছে সময়,
উতরিয়া মর্ত্ত্যধামে—যথা চিররীতি—
পঙ্কজ-সরসী-মাঝে, পদ্মো দিয়া লাজ,
খেলিব মনের সুখে; আয় ভাই তোরা
পিতৃ-রাজ-অনুমতি লই এই বেলা।

দ্বিতীয় রাজকুমারী।

অনুপমা রূপবতী ভগিনি আমার!
লও গিয়া অনুমতি রাজার নিকট,