পাতা:রজত-গিরি.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ S AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAAMAAA AAAA AAAA AAAAeS রজত-গিরি । , আমরা সবাই বোন্‌ ভালবাসি তোমা, প্রাণের সমান—চল, হব অনুগামী। (সকলে রাজার নিকট গমন । ) প্রথম রাজকুমারী। পিতৃদেব মহারাজ ! বংশের তিলক ! অপর-প্রদেশ স্বামী, মহাধনুৰ্ধর ! সুমেরু অচল-সম আটল-শকতি । —কন্ত্যাগণ তব পদে করিছে প্ৰণতি । দাও অনুমতি পিতঃ যাব মৰ্ত্তাধামে, পঙ্কজ-সরসী-তীরে উপবন-ছায়ে খেলিব মনের সুখে ; ক্লান্ত হলে দেহ জুড়াইব গিয়া সেই সরসী-সলিলে। রাজা । ইচ্ছা হয় যাও সবে প্রাণের প্রতিম। কিন্তু মনে থাকে সেন, মৰ্ত্ত সেই দেশে মলিন মানবগণ করয়ে বসতি । শান্তি-মুখ নাহি তথা হেথাকার দ্যায়, বিপদ হইতে তিল নাহিক নিষ্কৃতি । দেখো সাবধান! প্রতি পদ বিবেচিয়া দেব-বুদ্ধিলে তবে করিবেক কাজ । SAASA SAASAASAA AAAA AAAA AAAA AAAA AAAA AAASA SAAAAS AAAAAS AAAAAMAMAAA SAAAAAS CS S S S