পাতা:রজত-গিরি.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । సిసి ASJSAMAMSSSMSSSMSSSMSSSMSSSMAMSAMMSAMSMAAA SAAAAAS AAAAAS SJSAS SSAS SSAS রাজপুত্রে ভেট দেই এই দণ্ডে আমি । পুরস্কার কত পাব—নাহি তার শেষ, দারিদ্র্য ঘুচিবে মোর চিরকাল-তরে। হয়েছে –পাবক নামে পবিত্র গোসাই করেন বসতি এই সরোবর-ধারে, র্তার কাছে আছে এক সম্মোহন-ফঁাসি, তাহাতে পড়িবে ধরা ত্রিদিবের পাখি । এই বেলা যাই তলে—বিলম্বে কি কাজ ? ( প্রস্থান ) মদৃশ্য।–পদ্মসরোবর-তীরস্থ বনে সন্ন্যাসীর আশ্রম। (সন্ন্যাসী পাবক এবং মুকুন্দের প্রবেশ ) পাবক। যে জন্য এসেছ বাছা জানি আমি সব, একটি উপায় আছে ও কার্য্য সাধিতে । দৈত্য-রাজ দেয় মোরে সম্মোহন-ফঁাসি, কমণ্ডলু ভিতরে তা আছে অনাদরে। তাহে মোর নাহি কাজ—অস্পৃশু আমার, ইচ্ছা হয় লয়ে তুমি—সাধ' তব কাজ। মুকুন্দ । বড় দয়া তব—লও কৃতজ্ঞ-প্ৰণাম । (সম্মোহন-ফঁাসি লইয়া প্রস্থান )