পাতা:রজত-গিরি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२o রজত-গিরি। SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASSAASA SAASAASSAAAAAA SAAA AAAA AAAAMJMSASAMAAAS AAASASASS ৬ দৃশ্ব –পদ্মসরোবর। (অপরাদিগের জল-ক্রীড়–মুকুন্দের প্রবেশ ও সন্মোহন-ফ নিক্ষেপ করিয়া রাজকুমারী দামিনীকে ধৃত করণ—অবশিষ্ট অপরা উড্ডীয়মান হইয়া অঞ্চার-দেশে পলায়ন । ) দামিনী । কি বিপদ ভাগ্যে মোর হ’ল অকস্মাৎ ! রক্ষা কর রক্ষা কর—কোথা গেলে বোন ? এ দারুণ কষ্ট হতে মুক্ত কর মোরে। বৃথা এবে যুদ্ধাযুঝি—সৰ্ব্ব অঙ্গ হ’ল পাষাণ-প্রতিমা সম কঠিন অবশ ! কোথা গেলি রক্ষা কর—এই বেলা আয়— নহিলে মরিল তব প্রাণের ভগিনী ! মুকুন্দ। বৃথা বাক্য ছেড়ে দাও অপার-ঈশ্বরী, ও কথা কি সাজে তব চারু ওষ্ঠlধরে ? বিপদ ভাবিছ যারে নহে তা বিপদ– বরঞ্চ সে পূৰ্ব্বজন্ম-সুকৃতির ফল। এ দেশের রাজা যিনি মহ-পরাক্রম, যার পরে অদৃষ্টেরো নাহিক প্রভাব, শত শত মহীপতি যার পদে নত, সে রাজার আছে এক পুত্র গুণবান।