পাতা:রজত-গিরি.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । R> SSAS SSAS SSAS SSAS SSAS SSASMSMAMSMSAASAASAASAASAASAAAS অভাবের মধ্যে শুধু একটি অভাব— স্ত্রী-রত্ন চাইকো তার নাশিতে আঁধার । মোহন র্যাসিতে তাই ধরেছি তোমায় করিতে র্তাহার সেই সিংহাসন-ভাগী । দামিনী । শোন মোর কথা ওগো দয়ালু শীকারী ! অপর দেশের রাজা—রজ-গিরি-স্বামী— তার কন্যা আমি হই, জাতিতে অপারা, তুমি মোরে বল দেখি, তোমারেই মানি, কেমনে অপরা হয়ে মানবেরে ভজি ? অতএব ছাড় মোরে করি আমুনয়, ঘৃণিত বিবাহে জেদ কোরো না গো তুমি। মুকুন্দ । সুন্দরী-অপারা-রাণী কেন দুঃখ কর, অদৃষ্ট প্রসন্ন তব স্বকৃতির ফলে। এমন প্রবল রাজা, বিক্রমে কেশরী— হৃদয়ে বিভবে তার হবে অধিকারী। এস এস সুন্দরি গো, হও অমুগামী, ভবিষ্য-পতির গৃহে চলহ এখনি।