পাতা:রজত-গিরি.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ রজত-গিরি। । SAASAASAASAASAASAAAAASA SSASAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ৭ম দৃশ্য —পাঞ্চাল-রাজার প্রাসাদ-শালা। (রাজকুমার ও মুকুন্দের প্রবেশ ) মুকুন্দ । রাজকুমার মহান্‌! যাহার মহিমা শত শত নৃপতিরে করে অতিক্রম, র্যার পদতলে তারা সদা নতশির, অনুপম অতুলন ধরে যার রূপ নয়ন-রঞ্জন সৰ্ব্ব কুসুমের গুণ – করহ শ্রবণ—আমি ভ্ৰমিতে ভ্ৰমিতে এক অরণ্যের মাঝে,—দিব্য রম্য স্থান, হরিণ হবিণী যথা চরে অবিরাম— আইলাম অকস্মাৎ পদ্ম-সরোবরে । হেরিয়ু, সাতটি দেবী অতুল রূপসী পক্ষী-বাক সম উড়ি নাবিল সে তীরে। উহার একটি ধোরে এনেছি গো জালে, দুৰ্ল্লভ সে উপহার সপিব ও পদে। দামিনী-দেবীরে প্রভু লও দয়া করি, অঙ্গর রতন তিনি অতুল রূপসী, তপত কাঞ্চন সম নিৰ্ম্মল নির্দোষী ।