পাতা:রজত-গিরি.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্গ। ১ম দৃশ্য —পাঞ্চাল-রাজার প্রাসাদ-শালা। (মন্ত্রিগণ-পরিবৃত রাজা আসীন ) রাজা । পাত্র মিত্র মন্ত্রিগণ ! তোমরা সকলে যুদ্ধ-বিদা-বিশারদ—কর অবধান! উজীনের লোক আসি পাঞ্চাল-সীমায় করিয়াছে আক্রমণ—আজ্ঞা এই মোর, সৈন্তগণ নেতা হয়ে কুমার সুধনু এখনি করুন যাত্রা অরাতি-বিরুদ্ধে। করিবে নির্মুল যেন না ফেরে কেহই দোসর-নিধন-বার্তা দিতে নিজ দেশে । ( রাজার প্রস্থান ) (রাজকুমারের প্রবেশ ) প্রথম মন্ত্রী। সিংহ-রাজ-সম রাজকুমার মহান্‌! তুচ্ছিয়া শকতি তব শক্র দুঃসাহসী উড়ায়েছে এই রাজ্যে বিদ্রোহ-পতাকা ।