পাতা:রজত-গিরি.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిం রজত-গিরি । , SAMA SAMA AMAMA AJAMAMAMAAA AAAA SAAAA রাজকুমার। সুভীষণ সৈন্যদল—শত শত বীর— পদভরে যার ধরা আমূল কম্পিত, হেন সৈন্য-দল-নেতা কে না হতে চায় ? আগমন-বাৰ্ত্ত মম ঘুযুক্ত কামান। (দামিনীর প্রতি ) বিদায় হই গো প্রিয়ে—ফিরিব ত্বরায় ! হৃদি হতে ওষ্ঠে শ্বাস আসিতে যে দেরি— তার আগে আমি পুন দেখিব তোমায । १ौ3०० ( প্রস্থান ) ২য় দৃশ্য –জঙ্গলে সেনা-নিবেশ। ( সেনানায়কগণ ও মন্ত্রিগণ-পরিবেষ্টিত রাজকুমার প্রথম মন্ত্রী। সুসংবাদ আনিয়াছি প্রভূ-সন্নিধানে । যে দিন করেছ প্রভু যুদ্ধ-যাত্রা হেথা, যে ফুল এসেছ ফেলি, হয়েছে প্রফুল্ল— রাজবালা করেছেন সস্তান প্রসব । বহুমূল্য নবরত্ন-সম মনোহর, বিপদ আপদ হতে মুক্ত একেবারে।