পাতা:রজত-গিরি.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ○○ মিত্ৰগণ । এ সংবাদে হলেম প্রসন্ন, কৃতজ্ঞ-প্রসাদ লও—রাখিলাম নাম

  • মঙ্গল তাহার, এবে তোমাদের হাতে যাই সঁপি পুত্ৰ-দারা বিশ্বাসের ভরে ।

( প্রস্থান ) ৩য় দৃশ্ব —পাঞ্চাল-রাজপ্রাসাদশাল । রাজা । সুবিশ্বস্ত বন্ধুগণ পড়িলে বিপাকে যাহাঁদের সুবুদ্ধির লই গো আশ্রয়— কর অবধান—আমি হীরক-পালঙ্কে আছি শুয়ে, দেখিলাম শত শত অসি নিস্কোষিত সমুদ্যত জিহবা লকলকি? চকিতে চপল সম চমকে চৌদিকে । দেখিলাম আরো, মম অন্ত্র তিন পাকে অজগর সম অাছে জড়ায়ে প্রাচীরে । মোহক দৈবজ্ঞে এবে আনো ত্বর করি, iক স্বচনা করিতেছে, বলুক গণিয়া । (মন্ত্রিগণের প্রস্থান )

  • मूल-भू९ किग्राऊँ ।