পাতা:রজত-গিরি.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CS রজত-গিরি । । SAAMS AMMMAJSJAJJSAAAAASA SAASAAAS প্রভুর আদেশ এই—শোন রাজবালা, বলিদান হবে তব কালিকা-মন্দিরে । দামিনী । শুনিতে তো ভুলি নাই ? অথবা নিশ্চয় হইয়াছে ভ্রম তব—এ কি কভু হয় ? তিনি যে বাসেন ভাল প্রাণের সমান, পারেন কি দিতে মোর মরণ আদেশ ? মন্ত্রিগণ । ঠা ! রাজকুমারী গুগো । রাজ-আজ্ঞা যাহা ঠিক বলিয়াছি মোরা—নাহি তাহে ভূল । দামিনী । এ কি দশা হল মোর! এ দুখ আমার— অসীম জলবি চেয়ে অপার অগাধ । অভাগা পত্নীরে তার ভ্রক্ষেপ না করি চলিয়া গেলেন নাথ যুদ্ধক্ষেত্ৰ-মাঝে, আজ্ঞা হ'ল এবে মোর মরণের তরে । —আর তো নাথেরে কভু পাব না দেখিতে। ( ক্ৰন্দন ) না জানি গে, পূৰ্ব্বজন্মে কি করেছি পাপ, তারি তরে ভূগিতেছি এ ঘোর বিপত্তি। অঙ্গরা-কুমারী হয়ে কি-কুক্ষণে আমি আইলাম মর্ত্য দেশে মরিবার তরে ।