পাতা:রজত-গিরি.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ©ፃ ৫ম দৃশ্ব —অরণ্যমাঝে সন্ন্যাসীর আশ্রম। ( সন্ন্যাসী ও দামিনীর প্রবেশ । ) সন্ন্যাসী । কে তুমি গে৷ অনুপম রূপসী-ললনা ? প্রকোষ্টে বল্য শোভে, কণ্ঠে স্বর্ণহার, মুক্তা-মালা দিয়া গাথা কৃষ্ণ কেশপাশ, লুব্ধ আঁখি একবার হেরিলে ও-রূপ— ফিরিতে না চায় আর –ফেলে না পলক । কোন স্বৰ্গধাম হতে বল গো রূপসী নাবিলে মরত দেশে ? নিষ্ঠুর অদৃষ্ট কেন বা আশ্রম-মাঝে আনিল তোমায় ? নৃশংস পতির কোপ এড়াইতে কি গো ভ্ৰমিতেছ পলাইয়া—কিম্ব অভাগিনী রাজপুত্রী কোন, জয়ী পিতৃশক্র হতে প্রাণভয়ে পলাইয়া এসেছ হেথায় ? সত্য বল’ মোরে বাছা, নাহি কোন ভয় । দামিনী । তোমারে বলিব পিত: সমস্ত খুলিয়া আমার এ জীবনের দুখের কাহিনী । শোন তবে প্রভু, আমি বিবাহিত নারী, রাজপুত্র স্বামী মোর, প্রাণ হ’তে প্রিয়,