পাতা:রজত-গিরি.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8v.


* * *----

আইসে হেথায় ; বলে—রাজকুমারী সে, রজত-গিরি । । --- -ر۔ر تی.---بی.سی.سی...می_ سرمسر -A بر.-مبر- vA- --- না জানি কি দেশ–বুঝি রজত ভূধর। পূৰ্ব্বজন্ম ফলে তব হে রাজকুমার, মিলন তাহার সাথে হয় সংঘটন। কিন্তু সে সুকৃতি-ফল এবে অবসান, তা-সহ সৌভাগ্য তব—জানিবে নিশ্চয়। বিবেচনা কর বৎস, কতটা প্রভেদ মানব ও অপরার প্রকৃতির মাঝে, উভয়ে কেমনে বল হইবে মিলন ? প্রেমে অন্ধ হয়ে বাছা বিঘ্নপূর্ণ পথে যাইতেছ বহু কষ্টে,–কিন্তু কিবা ফল ? —বিবেচনা করি দেখ তুমি রাজকুমার ! রূপে গুণে অনুপম এমন যুবক, তোমার উচিত করা বিবাহ সত্বর অপর রূপসী কোন, উমার সমান । স্ববুদ্ধির কাজ কর,—তাজি তাঁর আশা এই বেলা যাও ফিরি আপনার দেশে । রাজকুমার। আমার হিতের তরে যে কথা বলিলে তুমি তোমা-হেন ঋষি-মুখে শোভা পায় ভালো, কিন্তু মুহূর্তের তরে আমি, তপোধন!!