পাতা:রজত-গিরি.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●の রজত-গিরি। । SAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAASAASSAAAASA SAASAASAASAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS কি কষ্ট না সহিতেছি তোমার কারণে ! পরবত-পথে যাই, কিম্বা বনমাঝে, দৈত্য কিম্বা হিংস্র ব্যান্ত্ৰে নাহি করি ভয় ; অমূল্য রতন ওগে, তোমারি কারণে— প্রেমাধান দাস তব যুঝিছে নিয়ত। (তপ্ত দ্রব ধাতু-স্রোতের নিকট আগমন ) ও কি দেখি হোথা? তপ্ত দ্রব ধাতু-নদী ফুটিতেছে টগবগি, তার মধ্য হতে ভীম সৰ্পদৈত্য এক তুলিয়া মস্তক স্থা করি আমার পানে রয়েছে তাকায়ে । –শিকড়টি পুনৰ্ব্বার করি গো বাহির, সে ঔষধি-গুণে, দৈত্য-পৃষ্ঠ মাড়াইয়া নিৰ্ব্বিঘ্নে তরিব এই ভয়ঙ্কর নদী । (দৈত্য-পৃষ্ঠে নদী পার হইয়া শিমুল বৃক্ষতলে আগমন— বৃক্ষোপরি সামোক পক্ষি-যুগল। ) স্ত্রী-সাম্রোক । প্রিয়তম ভাই ওগো ! জনম অবধি একত্র রয়েছি—কভু হইনি পৃথকৃ, এক বাসা মাঝে দেহে আছি চিরকাল, —খাদ্য অন্বেষণে বল কোথা আজ যাই ?