পাতা:রজত-গিরি.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । (! ? পুরুষ-সাম্রোক জান না কি তুমি বোন, ধৰ্ম্মরাজ-বালা— দামিনীমুন্দরী গৃহে এসেছেন ফিরি ? সেই উপলক্ষে বোন অঙ্গরা-প্রাসাদে রাজকীয় মহাভোজ বসিবে আজিকে। অতএব যাই চল রজত-ভূধরে, সে ভোজের অংশভাগী হব মোরা দোহে । (রাজকুমার নিজ শরীরের উপর মন্ত্র-পড়া শিকড়চূর্ণ ছড়াইয়া অদৃগু হইলেন ও একটা সাম্রোকের পৃষ্ঠে উপবেশন করিলেন—সাম্রোকদ্বয় উড্ডীয়মান ) ১০ম দৃশ্ব —রজত-গিরির প্রাসাদ-প্রাঙ্গণস্থ কূপ। (৭ জন পরিচারিকার জল উত্তোলন— রাজকুমারের প্রবেশ ) রাজকুমার। স্বর্গের দেবতা সবে—কর অবধান, দামিনীর সঙ্গে দেখা ভাগ্যে যদি থাকে, কোনরূপ চিহ্ন তার কর প্রদর্শন । যদি এই সাত জন রূপসীর মাঝে স্বর্ণকুম্ভ এক জন না পারে তুলিতে, তবেই জানিব মম অদৃষ্ট প্রসন্ন। ৬জন বালিকার কুম্ভ উত্তোলন—সপ্তম বালিকা তুলিতে অক্ষম