পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথের কথা । XXX চিরজীবন, সেই একদিনের অপরাধের প্রায়শ্চিত করিয়াছি। আমাকে কি তুমি গ্রহণ করিবে ?” রজনী কঁাদিতে কঁদিতে বলিল, “ আপনি যদি ब्रेिकाणा দ্বস্থাবৃত্তি করিয়া থাকেন--আপনি যদি সহস্ৰ ব্ৰহ্মহত্যা, গোহতা, স্ত্রীহত্যা করিয়া থাকেন, তাহা হইলেও আপনি আমার কাছে দেবতা। আপনি আমাকে চরণে স্থান দিলেই আমি আপনার দ্বাসী হইব । কিন্তু আমি আপনার যোগ্য নহি। সেই কথাটি আপনার গুনিতে বাকি আছে।” । আমি । সে কি রজনি ? রজনী। আমার এই পাপ মন পরের কাছে বিক্রীত । चाँभि झभकिग्न, हिग्नि ऐौिजाय । छिस्त्रामा कलिंग,' * সে কি রঞ্জনি ?” রজনী বলিল, “ জানি স্ত্রীলোক-আপনার কাছে ইহার অধিক আর কিপ্রকারে বলিব ? কিন্তু লবঙ্গ ঠাকুরাণী সকল জানেন । যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন, তবে সকল শুনিতে পাইবেন। বলিবেন, আমি সকল কথা বলিতে বলিয়াছি।” আমি তথমই, মিত্রদিগের গৃহে গেলাম। যে প্রকারে লবঙ্কের সাক্ষাৎ পাইলাম তাহা লিথিয়া ক্ষুদ্রবিষয়ে কালক্ষেপ করিব না। দেখিলাম, লবঙ্গলতা, ধূল্যবলুষ্ঠিত হইয়াংশচক্সের জন্য কাদিতেছে। যাইবামাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরও কাদিতে লাগিল—বলিল, “ ক্ষমা কয় ! অমরনাথ, ক্ষম র! তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া, Y. আমাকে দণ্ডিত করিতেছেন। আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র শচীক্স বুঝি আমারই দোষে প্রাণ হারায়!