পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথের কথা >)Q একে বিধাতাৰত্ত্বক পীড়িত, আবার আমাকর্তৃক আরও গুরুতর औक्लिडां कृईय़ांtझ ।” শচীন্দ্র আমার প্রতি বিকট কটাক্ষ নিক্ষেপ করিলেন । আমি বলিলাম, “আপনি যদি সমুদয় মনোযোগপূৰ্ব্বক শুনেন, তবেই আমি বলিতে প্রবৃত্ত হই।” শচীন্দ্র বলিলেন, “ বলুন ।” আমি বলিলাম, “ আমি অত্যস্ত লোভী এবং স্বার্থপর। আমি खाशब्र रुब्रिएल cगाश्डि श्हेब्रा, ख्ाशत्रु बिदाइ रुप्ठि উদ্যোগী হইয়াছি। সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতাপাশে বন্ধছিল, সেইজন্য আমার অভিপ্রায়ে সন্মত হইয়াছে।” শচীন্দ্র বলিলেন, “মহাশয়, এ সকল কথা আমাকে • বলিতেছেন কেন ?” আমি বলিলাম, “ আমি ভাবিয়া দেখিলাম আমি সন্ন্যাসী, আমি নানা দেশ ভ্রমণ করিয়া বেড়াই ; অন্ধ রজনী কি প্রকারে আমার সঙ্গে দেশে দেশে বেড়াইবে ? আমি এখন ভাবিতেছি অন্য কোন ভদ্রলোক তাহাকে বিবাহ করে, তবে সুখের হয়। আমি তাহাকে অন্য পাত্রস্থ করিতে চাই। যদি কেহ আপনার সন্ধানে থাকে, সেই জন্য আপনাকে এত কথা বলিতেছি।” শচীন্দ্র একটু বেগের সহিত বলিলেন, “ রজনীয় পাত্রের অতাব নাই ।” আমি বুঝিলাম, রজনীর বরপক্স কে। 医莎筠终李溶、