পাতা:রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8° রজনী।” “ दल दांश्ठाr cय झांtब्रांशं भशंभंग्न झालझांत७लि यां★न কস্তার ব্যবহারার্থ নিজালয়ে প্রেরণ করিলেন। সাহেবের কাছে তিনি রিপোর্ট করিলেন, যে হরেকৃষ্ণ দাসের এক লোটা আর এক দেরকে ভিন্ন অন্ত কোন সম্পত্তিই নাই ; এবং সেই লাওয়ারেশ ফেীত করিয়াছে, তাহার কেহ নাই।” , হরেকৃষ্ণ দাসের নাম শুনিৱাছিলাম। আমি গোবিন্দ বাবুকে জিজ্ঞাসা করিলাম যে, “ ঐ হরেকৃষ্ণ দাসের এক ভাইয়ের নাম মনোহর দাস ##** '~' "গোবিন্ধকান্ত বাবু বললেন, “ই। আপনি কি প্রকারে জানিবৃেন r” আমি বিশেষ কিছু বলিলাম না। জিজ্ঞাসা করিলাম, “হরেকৃষ্ণের শ্যালীপতির নাম কি ?” গোবিন্দ বাৰু বলিলেন, “রাজচন্দ্র দাস।” আমি। তাহার বাড়ী কোথায় ? গোবিন্দ বাবু যলিলেন, “কলিকাতায় । কিন্তু কোনস্থানে তাহা আমি ভুলিয়া গিয়াছি।” or আমি জিজ্ঞাসা করিলাম, “ সে কন্তlটর নাম কি জানেন?” গোবিন্দ বাবু বলিলেন, “হরেকৃষ্ণ তাহার নাম রজনী রাখিয়াছিলেন।” - ইহার অল্পদিন পরেই আমি কাশী পরিত্যাগ করিলাম। ce:GAలిf24ు:ు